বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজীরখিল ২নং ওয়ার্ড এলাকার হাজী মৃত শামসুল ইসলামের পুত্র নুর মোহাম্মদকে(৪০) আজ বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে আইনশৃঙখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী কমরুন্নাহার বেগম।
নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী ১৫/১৬ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় কিছু লোক নুর মোহাম্মদের বাড়ির মালামালও তছনছ করেছে বলে অভিযোগ করা হয়।
তবে তাকে কারা তুলে নিয়ে গেছে আজ বুধবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
নুর মোহাম্মদের স্ত্রী কমরুন্নাহার বেগম ও পরিবারের সদস্যরা জানান, আজ বুধবার সকালে সাদা পোশাকে কিছু লোক এসে নুর মোহাম্মদকে কিছুক্ষণ ধরে রেখে কাউকে তার পাশে যেতে দেয়নি।
পরিবারের লোকজন তারা কারা জানতে চাইলে তাদেরকে থানায় যোগাযোগ করতে বলে এবং থানায় যোগাযোগ করা হলে সেখানে নুর মোহাম্মদকে হস্তান্তর করেনি বলে জানান বাঁশখালী থানার এসআই আকতার হোছাইন।
এদিকে, তার খোঁজ না পেয়ে আতংকে রয়েছে পরিবারের সদস্যরা। নুর মোহাম্মদের চার ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় জনগণ ও থানা সূত্রে জানা যায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপকূলীয় এলাকার জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ৭/৮টি মামলা হয়েছে।
আজ বুধবার রাতে এ প্রতিবেদন লেখার সময় তার সন্ধানে স্ত্রী কমরুন্নাহার বেগম সহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।