নভেম্বরে সাড়া জাগানো আত্মপ্রকাশের পর এই প্রথম ভাটা পড়েছে কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর বহুল আলোচিত অ্যাপ চ্যাটজিপিটির ব্যবহারে। বিশ্লেষক কোম্পানি সিমিলারওয়েব বলছে, জুন মাসে প্রথমবারের মতো কমেছে তাদের নিয়মিত ও অনিয়মিত ব্যবহারকারীর সংখ্যা। প্রাপ্ত ডেটা অনুসারে মে মাসের তুলনায় বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ডেস্কটপ এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে নয় দশমিক সাত শতাংশ। এর মধ্যে অনিয়মিত ব্যবহারকারী কমেছে পাঁচ দশমিক সাত শতাংশ, আর সাইটে ব্যবহারকারীদের কাটানো সময় কমেছে আট দশমিক পাঁচ শতাংশ। সিমিলারওয়েবের ইনসাইট ম্যানেজার ডেভিড কার বলেছেন, ব্যবহারকারী কমার অর্থ হচ্ছে চ্যাটবটটির জৌলুস কমছে। তার মানে হচ্ছে, জেনারেটিভ এআইয়ের কাছে সর্বশেষ তথ্য পাওয়ার চাহিদা বাড়ছে।”– প্রাপ্ত ডেটার এমন ব্যাখ্যাই দিলেন আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক ঋষি জালুরিয়া। ওপেনএআইয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করে কোনো জবাব পায়নি বলে জানিয়েছে রয়টার্স। প্রকাশের পরপরই লেখা থেকে শুরু করে কোডিং পর্যন্ত নানারকম প্রাত্যহিক কাজে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয় চ্যাটজিপিটি। বাজারে আসার দুই মাসের মধ্যেই গত জানুয়ারিতে দশ কোটি নিয়মিত ব্যবহারকারীর কাছে পৌঁছে যায় এটি। খবর বিডিনিউজের।