তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো জাপানের যুদ্ধজাহাজ

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

প্রথমবারের মত তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে জাপান। জাপানের গণমাধ্যমে একথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জেএস সাজানামি বুধবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রণালী অতিক্রম করে। জাপানি মন্ত্রীদের বরাত দিয়ে বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে।

তাইওয়ান প্রণালীকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানোটা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালী পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালি অতিক্রম করার সময় এটিকে পর্যবেক্ষণে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে চীনা সামরিক বাহিনী।

তাছাড়া, ১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয়ই বলেছে যে, এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবধরনের নৌ জাহাজের জন্য উন্মুক্ত। তবে প্রণালীর সার্বভৌমত্ব ও এখতিয়ার দাবি করা বেইজিং এর সঙ্গে একমত নয়।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শিয়া ও সুন্নি সমপ্রদায়ের মধ্যে সংঘর্ষে নিহত ২০