এক সন্তানের পিতা মোহাম্মদ সোহেল (২৯)। তার বিরুদ্ধে অভিযোগ- এক তরুণীকে অপহরণ করে ও ফুসলিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের মায়ের করা মামলায় গত বুধবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোহেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান দৈনিক আজাদীকে বলেন, এক তরুণীকে অপহরণ ও ধর্ষণ ঘটনায় সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।