দেশের তরুণরা স্বপ্ন দেখার পাশাপাশি নেতৃত্বও সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের ‘চেইন হ্যান্ডওভার সিরোমনি ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণরা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণে নেতৃত্ব সৃষ্টি করছে। উন্নত জাতির বুনিয়াদ আছে, অতীত আছে। আমাদের জাতি অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার। একসময় চট্টগ্রাম ব্যবসার ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়েছে। সেটা যেন আবার ফিরিয়ে আনতে পারি। চট্টগ্রামকে সুন্দর পরিকল্পিতভাবে গড়তে হলে সকলের দায়িত্ব রয়েছে। আমি ব্যবসায়ী, বুদ্ধিজীবী, ডাক্তার, পরিকল্পনাবিদ সবার পরামর্শ নিতে চাই। টেকসই উন্নয়নের জন্য যদি গ্রহণযোগ্য পরামর্শ হয় কাজে লাগাব। তরুণ ব্যবসায়ীদের আহ্বান জানাব চট্টগ্রামকে গড়ে তুলতে দায়িত্ব পালন করুন। এ শহর আপনার আমার সবার।
কি নোট স্পিকার ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোরশেদ এলিট। তিনি বলেন, আট বছর আগে জেসিআই নিয়ে কাজ শুরু করি। ২০১২ সালে শুরু করতে পেরেছি বলে আজ এত বেশি ইয়াং বিজনেস লিডার পেয়েছি। জেসিআই চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলার, কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের বিদায়ী সভাপতি শহীদুল মোস্তফা চৌধুরী মিজান বলেন, কোভিডের মধ্যেও আমরা বেশ কিছু কাজ করতে সক্ষম হয়েছি। গরিব মানুষদের মাস্ক ও স্যানিটাইজার দিয়েছি। দায়িত্ব পালনে যেসব প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। জেসিআইর সহ সভাপতি মাহমুদুননবী বলেন, চট্টগ্রামকে বিজনেস হাব বলা হয়। চট্টগ্রামের বিজনেস কমিউনিটিকে সংগঠিত করে একসঙ্গে পথচলার জন্য জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের যাত্রা শুরু হয়েছিল। ইতিমধ্যে অনেক তরুণ বিজনেস লিডার উপহার দিয়েছে এ সংগঠন।
অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সাবেক সভাপতি রইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ, মো. গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী ও নতুন সভাপতি। জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের বিদায়ী সভাপতি শহীদুল মোস্তফা চৌধুরী মিজান চেইন হস্তান্তর করেন জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের নবনির্বাচিত সভাপতি মো. টিপু সুলতান সিকদারকে। অনুষ্ঠানে নতুন কমিটির নির্বাহী সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এসএম ইশতিয়াক উর রহমান, সহ-সভাপতি রাজু আহমেদ, মোহাম্মদ জালাল হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সাহেদ, কোষাধ্যক্ষ মো. আশরাফ বান্টি, জেনারেল লিগ্যাল কনসাল জেসির চৌধুরী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট মোহাম্মদ রুবায়েল শাফি, পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, মো. আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, সুদর্শন দেবাশীষ দাশ, ইঞ্জিনিয়ার এমএন আব্বাস আদনান ও মীর মোহাম্মদ নাসির এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী সভাপতি।