তরুণরা অভাবনীয় চিন্তার অধিকারী

দৃষ্টির বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় এমপি ওয়াশিকা

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:২৮ পূর্বাহ্ণ

সাংসদ ওয়াশিকা আয়শা খান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলদেশের অগ্রগতি অভাবনীয়। বেকারত্ব নিরসনে বর্তমান সরকারের স্টার্টআপ বিডি প্রোগ্রামের সফলতা সকলেই উপভোগ করছেন। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি দৃষ্টি চট্টগ্রামের মত এরকম অসাধারণ আয়োজনের সুফল ভবিষ্যতে সকলেই উপভোগ করবেন। আমাদের তরুণেরা এমন অভাবনীয় চিন্তা ক্ষমতার অধিকারী। দেশ উপযুক্ত তরুণদের হতে আছে। তিনি গতকাল শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় ইস্পাহানী-দৃষ্টি ব্রেইনস্টর্মিং বিজনেস আইডিয়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই প্রতিযোগিতার ফাইনালে ‘কোভিড পরবর্তী সময়ে গণপরিবহন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করা যায়’ এই ধারণা দিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ১১তম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল্‌স (বিইউপি)। প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কেইস সলভিং ও রিব্র্যান্ডিং বিষয়ে প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী দলসমূহ তাদের প্রজেন্টেশন বিচারকদের সামনে অনলাইনে উপস্থাপন করে ফাইনাল পর্বে তিনটি দল উত্তীর্ণ হয়।
ফাইনাল প্রতিযোগিতায় বিচারক ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কনফিডেন্স সিমেন্টের সিইও জহির উদ্দিন আহমেদ, আইসিটি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর এইচ এম আলওল কবির, ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড কায়েস চৌধুরী, চবির সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান এবং স্থপতি সামিনা এম করিম।
প্রতিযোগিতা শেষে সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সাইফ চৌধুরী, সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, সাধারণ সমপাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও অর্থ সম্পাদক মুন্না মজুমদার। অনুষ্ঠানে দৃষ্টির ৩০ বছরের পথচলায় যারা সংগঠনের প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ চৌধুরী ও সাবেক যুগ্ম সম্পাদক গোলাম বাকী মাসুদকে সম্মাননা প্রদান করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যামিপয়ন দল পেয়েছেন নগদ ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার, বই, সনদ এবং ক্রেস্ট। এছাড়া রানার্সআপ টিম পেয়েছেন ক্রেস্ট, বই, সনদ এবং ১০ হাজার টাকার অর্থ পুরস্কার। প্রতিযোগিতা পর্ব উপস্থাপনা করেন সদস্য আরিফুল ইসলাম আসিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধযৌতুকমুক্ত ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের বড় লক্ষ্য