তরুণ স্পিনার রিশাদকেই সামলাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে। এ ম্যাচ বিসিবি একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য কঠিন পরীক্ষা। কারণ টেস্ট দলে জায়গা পেতে হলে এই প্রস্তুতি ম্যাচে অবশ্যই ভালো করতে হবে। কিন্তু বিসিবি একাদশে এমন একজন ছিলেন যাকে এখনো টেস্ট দলের ভাবনাতেও রাখা হয়নি। তার নাম লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু সে রিশাদকেই সামলাতে পারলনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
এমনিতেই টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনারদের নিয়ে বেশ ভাবনার মধ্যে রয়েছে ক্যারিবীয়রা। যদিও সে ভাবনা সাকিব, মিরাজ, তাইজুল কিংবা নাঈমদের নিয়ে। কিন্তু গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে একজন রিশাদই ধসিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সে সাথে পেসার খালেদ আহমেদও বেশ জোরে ধাক্কা দিয়েছে ক্যারিবীয়দের। ফলে প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫৭ রানে। বিসিবি একাদশ কোনো উইকেট না হারিয়ে ২৪ রান নিয়ে দিন শেষ করেছে। বিসিবি একাদশের বোলারদের সামনে ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে লড়াইটা করতে পেরেছে কেবল ক্রেইগ ব্র্যাথওয়েট। সাড়ে চার ঘণ্টা উইকেটে কাটিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক খেলেছেন দারুণ ধৈর্যশীল ৮৫ রানের ইনিংস ।
বিসিবি একাদশের প্রথম একাদশে ছিলেননা রিশাদ। লাঞ্চের একটু আগে তাকে মাঠে নামানো হয়। আর দিনশেষে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে তিনিই সফলতম বোলার। উইকেটের সহায়তা নিয়ে সকালের সেশনে বলতে গেলে বল হাতে গতির ঝড় তুলেছেন খালেদ। উইকেট না পেলেও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মাঝে ভীতির সঞ্চার করতে পেরেছেন খালেদ। দিনের প্রথম সেশনটা বেশ ভালোই পার করেছিলেন দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।
এ দুজন উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৬৭ রান। যদিও মধ্যাহ্ন বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৯ রান। তবে দ্বিতীয় সেশনে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। খালেদের পেসের সাথে রিশাদের স্পিন মিলে কাবু করে দেয় ক্যারিবীয়দের। ৬৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১৩১ রানে পৌঁছাতে হারায় ৫ উইকেট। সেখান থেকে জসোয়া ডি সিলভা, কাইল মায়ার্স এবং আলজারি জোসেফ মিলে দলকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করে। রিশাদ হোসেনে তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে কাইল মায়ার্স করেন ৪০ রান। কিন্তু এর পরের ব্যাটসম্যানরা আর বেশিক্ষণ ঠিকতে পারেনি। ফলে ২৫৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে আরেক ওপেনার ক্যাম্পবেল করেন ৪৪ রান। এছাড়া জশুয়া ডি সিলভা ২০ এবং আলজারি জোসেফ করেন ২৫ রান। বাংলাদেশের পক্ষে সফল বোলার রিশাদ হোসেন। ২৩.১ ওভার বল করে ৭৫ রান খরচায় ক্যারিবীয় ৫ ব্যাটসম্যানকে প্যাভেলিয়নে ফিরিয়েছেন রিশাদ। পেসার খালেদ আহমেদ ২১ ওভার বল করে ৪৬ রানে দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে বিসিবি একাদশের দুই ওপেনার সাইফ হাসান এবং সাদমান ইসলাম দিনের বাকি সময়টা বেশ স্বাচ্ছন্দে পার করে দিয়ে এসেছেন। বাংলাদেশ টেস্ট দলের এই নিয়মিত সদস্য এখন নিজেদের ব্যাটিং অনুশীলনটা কতটা করে রাখতে পারেন সেটাই দেখার অপেক্ষা। গতকাল দিন শেষ করার সময় সাইফ ১৫ এবং সাদমান ৩ রানে অপরাজিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকর্মসূচি চূড়ান্তের আলোচনায় বাংলাদেশ-ভারত
পরবর্তী নিবন্ধপাহাড়ে পথ হারিয়ে রক্ষা পেল ৫ দর্শনার্থী