মরহুম মীর সাদেক অভিকে মাদকবিরোধী যোদ্ধা আখ্যায়িত করে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ছাত্রদল নেতা অভির মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। মাদকের ভয়াল থাবায় পুরো দেশ যখন বিপর্যস্ত, সেখানে অভি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কঠিন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই সংগ্রামে শেষ পর্যন্ত তার প্রাণটিই কেড়ে নিল মাদক সন্ত্রাসীরা। সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে দেশ আজ মাদকে সয়লাব। দেশের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে অবশ্যই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় সর্বনাশা মাদকের ছোবলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভবিষ্যত প্রজন্ম। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভির হত্যাকারীদের বিচার ও যথাযথ শাস্তি নিশ্চিত করুন। ছাত্রদল নেতা মীর সাদেক অভির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘অভি স্মৃতি সংসদ’র উদ্যোগে গতকাল শনিবার বাদে আসর নগরীর আগ্রাবাদস্থ হাসান আলী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অভি স্মৃতি সংসদের আহ্বায়ক সামিয়াত আমিন জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক সহ-সভাপতি নিয়াজ খান, আহ্বায়ক সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, বিএনপি নেতা ইকবাল হোসেন, আব্দুল আলিম স্বপন, জসিম উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান টিপু, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











