তরুণ প্রজন্ম মৎস্য চাষে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। আজ বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমাদের রপ্তানির একটি বড় অংশ গার্মেন্টস শিল্প। বিদেশে আমাদের পোশাক শিল্পের সুনাম ও কদর রয়েছে। সেই সাথে বিশ্বের সব দেশেই আমাদের দেশের সুস্বাদু মাছের চাহিদা রয়েছে। শিক্ষিত তরুণ প্রজন্মরা দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষে এগিয়ে এসে জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। মৎস্য খাতে দেশের তরুণ শিক্ষিত প্রজন্ম এগিয়ে আসলে দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও বিপুল পরিমাণে মাছ রপ্তানি করা সম্ভব হবে।

গতকাল দুপুর ১২টায় আনোয়ারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ, সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্‌, আমিন শরীফ, অসিম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাস্টার মো. ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅপরিচ্ছন্ন পরিবেশের জন্য তিন হোটেলকে জরিমানা
পরবর্তী নিবন্ধমাদক সেবনে বাধা দেয়ায় ঘরে আগুন