তরুণ উদ্যেক্তাদের পাশে থাকবে ইউসিবিএল

জেসিআই নেতৃবৃন্দের মতবিনিময়

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

 

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) হেড অব কর্পোরেট বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলমগীর কবিরের (অপু) সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জুনিয়র চেম্বার চিটাগাং নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে জেসিআই চিটাগাংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট জসিম আহমেদের নেতৃত্বে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জুনিয়র চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হেড অব করপোরেট বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলমগীর কবির (অপু) তরুণ উদ্যোক্তাদের নতুন আইডিয়া ও উদ্যোগে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ইউসিবিএল সবসময় জেসিআইয়ের পাশে থাকবে বলে জানান।

এ সময় জুনিয়র চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই চিটাগাংয়ের প্রেসিডেন্ট আবু বকর শাহেদ (শান), সহ সভাপতি আশরাফ বান্টি. সহসভাপতি আয়াজ চৌধুরী, সেক্রেটারি জেনারেল ইসমাইল মুন্না, পরিচালক মঈনুদ্দিন নাহিদ এবং পরিচালক সায়হান হাসনাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতামাকের ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি
পরবর্তী নিবন্ধচবিতে কাল থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী বিতর্ক কর্মশালা