তরমুজ খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় খাজা মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার বিকেলে ফটিকছড়ি উপজেলার গোয়াছ ফটির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব–৭, চট্টগ্রাম।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার মা থানায় মামলা করেছিল। বিষয়টি আমাদের কাছে আসার পর র্যাব তদন্তে নামে। দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার খাজা মিয়ার বাড়ি গাইবান্ধা জেলায়। ফটিকছড়িতে পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, ভুক্তভোগী ফটিকছড়ি গোয়াছ ফটির এলাকায় তার মায়ের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত খাজা মিয়া পাশের বাসায় থাকতেন। গত ৪ এপ্রিল দুপুরে শিশুটি খেলা করছিল। ওই সময় তরমুজ খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাসায় ডেকে নেয় খাজা মিয়া। শিশুটিকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করা হয়।.