অল্প কিছুদিনের মধ্যে নয়, অভিনেত্রী তমালিকা কর্মকার বিয়ে করেছেন এক বছর আগে। ফেসবুকে স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিয়ের এই খবর জানিয়েছেন তমালিকা নিজে। তবে কবে, কখন এই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে, তা জানা যায়নি অভিনেত্রীর পোস্ট থেকে।
স্বামীর সঙ্গে দেওয়া ছবির পোস্টে তমালিকা লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন তমালিকা। মাঝেমধ্যে দেশে আসেন; শেষবার এসেছিলেন ২০২৩ সালে নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে। তমালিকার অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৯২ সালে আরণ্যকের প্রযোজনায় মামুনুর রশীদের লেখা নাটক ‘পাথর’ দিয়ে তার অভিনয় শুরু। এরপর এই নাট্যদলের ইবলিশ, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা , রাঢ়াঙ, বিদ্যাসাগর, ময়ূর সিংহাসনসহ আরো কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে তিনি। খবর বিডিনিউজের।
নব্বই দশকে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তমালিকা। টেলিভিশনের নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি কিছু সিনেমাতেও পাওয়া গেছে তমালিকাকে।