মধ্য রাতের নিবু নিবু কুপিটির মতই—
মাঝে মাঝে নিজেকেও বড়ো বেশি অসহায় লাগে।
রাতের গহ্বরে বিলীন হয় নিঃশব্দের বোবা কান্না;
অমানিশার স্থুল চাদরে ঢাকা পড়ে বরাবরই
বুক ভাঙা আর্তি আর দীর্ঘশ্বাসের কৈছালি!
তবুও বাঁচতে হয়, বুনতে হয় স্বপ্ন;
ঠায় দাঁড়িয়ে থাকতে হয়– প্রতীক্ষমান অশ্বত্থের মতো
কাঙ্ক্ষিত পথিকের আশায়।
তবু আশা বেঁচে থাকে অধরাকে আরও একবার ছোঁয়ার উন্মাদনায়।
বাসনার আরাধ্য নদীকান্তে তাকে নিয়ে ডুবে মরার গভীর প্রার্থনায়।