আশ্চর্য ধ্রুপদী কথোপকথন
বহতা নদীর কলকল
পাহাড়ি রঙের দাঁড়িয়ে থাকা
মা মাটির মমতা
অথবা ঝকঝকে অক্ষরগুলো
কালের নির্যাতনে
বিভ্রম সময়ে
আবর্তিত হয়
কারখানায় গৃহে
সবুজ বনানী অথবা
দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে এখানে
দাউ দাউ আকুতি
জ্বলে পোড়ে বিবেকের শরীর
কবিতার ভিটেবাড়িও বাদ নেই
দগ্ধ চেতনারা কী আর সুস্থ হবেনা তবে
ছাই পোড়া কালের খেয়ার মাঝে
একটুখানি অপ্রত্যাশিত হেম
তবু জাগিয়ে রাখে প্রেম
ভোর দেখবো বলে