শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র বোলবাণী একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) হলে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
সমবেত তবলা লহরা, কথা ও গানে রবীন্দ্র–নজরুল স্মরণ অনুষ্ঠান ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে। তিনতালে ও ঝাঁপতালে সমবেত তবলা লহরা পরিবেশনায় হলভর্তি দর্শক ভাসলো তবলা সুরে। একাডেমীর পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে আলোচনা পর্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। অতিথি ছিলেন প্রাক্তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা, তবলা শিল্পী আশীষ চৌধুরী, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।
বাচিক শিল্পী প্রিয়ম কৃষ্ণ দে’র সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী অনুরিনা চৌধুরী, কান্তা দে, তন্বী দত্ত, শ্রাবনী দেব বর্মন, প্রমা অবন্তী বিশ্বাস, ঐশি রক্ষিত। শিল্পীদের সঙ্গীত পরিবেশনা ছিল দর্শকদের মুগ্ধ করার মতো।
অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন কী–বোর্ড হিল্লোল রায়, অক্টোপ্যাড অভিষেক দাশ, বেহেলা শ্যামল দাশ, তবলা উৎপল দে মিঠু। অতিথিবৃন্দ বোলবাণী একাডেমীর সাংস্কৃতিক কর্মকান্ডের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।