তফসিল ঘোষণায় খালেদার অসুস্থতা যেন বিবেচনায় নেওয়া হয় : নাহিদ

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে খালেদা জিয়ার অসুস্থতা এবং বিএনপির অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনায় নেওয়ার আহ্বান আরেকবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান। ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শিরোনামে ঢাকার একটি হোটেলে এনসিপি এ সভা আয়োজন করে।

সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে, সে অনুযায়ী তফসিল আমরা জানি ৬০ দিন বা ৪৫ দিন সে অনুযায়ী দিতে হয়। সে অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিল হয়তো দুই দিন আগে বা পরে দেবে। সে অনুযায়ী আমরা যেটা বলেছি, যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের অসুস্থতার কথা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যেন বিবেচনায় নেয়। যেন তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনি যাত্রা, নির্বাচনি কার্যক্রম শুরু করতে পারি আরকি। সেই রাজনৈতিক দলটিরসঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। খবর বিডিনিউজের।

কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য ভোটের তারিখ পরিবর্তন হবে না বলে আশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আমরা বলে আসছিলাম সংস্কার, বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যেন নেওয়া হয়। তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচনবিরোধী; আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা কিন্তু সে ধরনের কথা কখনো বলিনি।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, বাইক আরোহী যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহানাদারমুক্ত হয় ফেনী