চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অভিযোগ সরেজমিন তদন্তে কমিটির সদস্যদের আগামী ১১ সেপ্টেম্বর চসিকে আসার কথা রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) নুমেরী জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য সচিব হচ্ছেন উপসচিব (পরিচালক-১) মো. মাহবুবুর রহমান ভূইয়া। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়।
এদিকে গত মঙ্গলবার মো. মাহবুবুর রহমান ভূইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকারের আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের গঠিত তদন্ত কমিটি আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে চসিকের সম্মেলন কক্ষে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
অভিযোগ আছে, রফিকুল ইসলামের ছেলে আদনান রফিকের স্বত্ত্বাধিকারী ঠিকদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মিয়াজি কনস্ট্রাকশন’ চসিকে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির ছয়টি উন্নয়ন কাজের বিপরীতে ১৯ কোটি ৪৬ লাখ টাকার কাজ সন্তোষজনকভাবে শেষ বলে প্রত্যয়নপত্রও দেন রফিকুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) ও তদন্ত কমিটির প্রধান নুমেরী জামান দৈনিক আজাদীকে বলেন, একটা অভিযোগ এসেছে সেটা আমরা তদন্ত করে দেখব। রফিকুল ইসলামের ছেলের প্রতিষ্ঠান চসিকে ঠিকাদারি কাজ করার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, যেহেতু তদন্ত কার্যক্রম শুরু হয়নি তাই এ বিষয়ে অগ্রিম বিস্তারিত বলা যাবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমান ভূইয়া বলেন, অভিযোগ যদি হয়েও থাকে তা একটা পর্যায়ে না আসা পর্যন্ত বলা যাবে না।
জানতে চাইলে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়ে আমি কিছু জানি না। কোনো চিঠিও পাইনি। কি অভিযোগ সেটাও জানি না।