তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে : আইজিপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় যদি আইন ভঙ্গ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ জন্য আমাদের তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আইনি বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ৩৪ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি মর্মান্তিক বলে মন্তব্য করেছেন তিনি। বেনজির বলেন, আপনারা জানেন যে ইতোমধ্যে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার ব্রিগেডও উদ্ধার কাজ শেষ করে একটি তদন্ত কমিটি করেছে। তারা এক্সপার্ট এই বিষয়ে। তো দুটি কমিটি রিপোর্ট করলে আইনি বিষয়গুলো স্পষ্ট হবে। এ সময় বেনজীর আহমেদ বলেন, গত চার তারিখে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আমাদের লোকজন কাজ করছে, পুলিশের সিআইডি কাজ করছে। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। দুইটা কমিটিতে সিআইডি কাজ করছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও কাজ করছে। তদন্ত কমিটির বিশেষজ্ঞ সহায়তা যদি লাগে তাহলে তার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে যে স্প্লিন্টার, রেজিডিও আছে আমরা সেগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছি। সেগুলোর কেমিক্যাল টেস্ট করলে বোঝা যাবে কী কী কেমিক্যাল কম্পোন্যান্ট ছিলো এখানে। পুলিশের মহাপরিদর্শক বলেন, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৩০ জন চিকিৎসা নিচ্ছেন। এক পুলিশ সদস্যের পা কেটে ফেলতে হয়েছে। অনেকের অবস্থা গুরুতর।

এসময় বেনজীর আহমেদ বিস্ফোরণে নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে আইজিপি সীতাকুণ্ডের বিএম কনটেনার ডিপো পরিদর্শনে গিয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, ডিপোতে কাজ করতে গিয়ে কর্মীরা আহত হয়েছেন এবং ফায়ারম্যান ও পুলিশ উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে। এরই মধ্যে তাদের চিকিৎসায় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এখনো এখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। অতএব স্থানটি এখনো নিরাপদ না। আশা করছি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধএবার চট্টগ্রাম থেকে হজে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার
পরবর্তী নিবন্ধমাঙ্কিপক্স সন্দেহে বিদেশি নাগরিক হাসপাতালে