তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের এক মতবিনিময় সভা গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য সচিব বলেন, সারা বাংলাদেশে স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানবৃন্দ। আমলাতান্ত্রিক জটিলতায় স্থানীয় উন্নয়ন অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হচ্ছে। উপজেলা চেয়ারম্যানদের সামষ্টিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি।
তিনি আরো বলেন, চট্টগ্রামের স্থানীয় উন্নয়ন জোরদার করতে উপজেলা চেয়ারম্যানদের আরো সংগঠিত হয়ে প্রধানমন্ত্রীর সমৃদ্ধ দেশ গঠনের অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী (বাবুল), সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজীবুল হাসান সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।