মহানগর ছাত্রলীগের উদ্যোগে মহান জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে র্যালি এবং ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নিউ মার্কেট চত্বরে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার পুরাতন শিক্ষাব্যবস্থার বদলে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছে। জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। র্যালিতে আরো উপস্থিত ছিলেন-নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, ওসমান গনি বাপ্পি, আবদুল হালিম সিকদার মিতু, শেখ শরফুদ্দিন সৌরভ, কাইছার মাহমুদ রাজু, সাব্বির সাকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।