তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে

মহানগর বিএনপির আলোচনা সভায় নোমান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ক্ষমতাসীন সরকার জনগণের মালিকানা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সরকার জনগণের সকল অধিকার খর্ব করেছে। জনগণ সকল অধিকার থেকে বঞ্চিত। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক

সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন চায়। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো।

আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম

বক্করের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও ড. সিদ্দিক আহমেদ।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, বায়ান্ন সালে আমারা ভাষার জন্য সংগ্রাম করেছি, একাত্তরে আমারা মুক্তিযুদ্ধ করেছি মানুষের সাম্য, ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য।

এম নাজিম উদ্দিন বলেন, এই সরকার নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশ শাসন করছে। আন্দোলন ছাড়া এ সরকারের পতনের কোন বিকল্প নেই।

আবুল হাশেম বক্কর বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের যে চেতনা, আওয়ামী লীগ সেই চেতনা ধূলিস্মাৎ করে দিয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতিসত্তা নির্মাণের প্রথম ভিত্তি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার, প্রফেসর নসরুল কদির, ডা. খুরশিদ জামিল, সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, অ্যাড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, মন্‌জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, বাবুল হক, মোশাররফ হোসেন ডেপটি, আবদুল্লাহ আল হারুন, জাকির হোসেন, বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, জাহাঙ্গীর আলম, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় কন্টেনার ডিপোতে পেট্রোল পাম্প, নেই অনুমোদন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক