তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর ইন্তেকাল

প্রধান উপদেষ্টার শোক

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সৈয়দ মঞ্জুর এলাহীকে বাংলাদেশের উদ্যোক্তা জগতে ‘এক অনন্য ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

উল্লেখ্য, ১৯৪২ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সৈয়দ মঞ্জুর এলাহী। তার বাবা স্যার সৈয়দ নাসিম আলী ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করে মঞ্জুর এলাহী পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেন এই ব্যবসায়ী।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনাম থেকে বন্দরে এলো ১৭ হাজার টন চাল, খালাস শুরু
পরবর্তী নিবন্ধস্বাদে ভরা মেরিডিয়ানের বাহারি ইফতার