বৈশাখী তাণ্ডব গুনেছি রুদ্রাক্ষের মালায়
উসকো ঝড়ের পাশ কেটে আষাঢ়ের ঢলে
ধুয়ে নিয়েছি তালের শাঁস
একদা উজানের ঢেউয়ে নৌকায় ভেসে
অক্ষাংশ সীমান্তে দ্রাঘিমার ছায়ায়
শুনতে চেয়েছি
দৈর্ঘ্যের সংকোচন ও প্রস্থের বৃত্ত হওয়ার নিরাবেগ গল্প
শাওনি জলোচ্ছ্বাসে ঘরে ফিরে হৈমন্তী সবুজ
নীল থেকে নীলাভ্র আকাশ
নিঃসাড় মেঘের আড়ালে দোলে কাশবন
শারদীয় শিশির পবিত্র করে জারুলের বাদার
আমি নিরোত্তাপ হই
বৃত্ত পরিক্রমায় নিথর বিন্দুকে
দেখি আর ভাবি
কখন অশ্বত্থ ডাল হবে সজীব
কখন ডানা ঝাপটে উড়ে যাবে আরেকটি দাঁড়কাক বৈশাখী ঝড়ে।