আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) একাউন্টস এন্ড ফাইন্যান্স ডিভিশনের (এসিএফডি) সাবেক পরিচালক তওফিকুর রহমানের মৃত্যুতে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে ভাইস–চ্যান্সেলর বলেন, তওফিকুর রহমান একজন অমায়িক, ভদ্র এবং হিসাব শাখার একজন নিবেদিত পরিচালক ছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী করেন। শোক বিবৃতিতে মরহুমের রূহের মাহফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।