ঢাবি শিক্ষকের অশালীন ছবি প্রকাশ, ৪ জনের বিরুদ্ধে মামলা

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

ফেসবুকে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্যের প্রতিকার চেয়ে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী। গতকাল সোমবার দুপুরে দায়ের হওয়া মামলার এজাহারে চারজনের নাম ও ফেসবুক আইডিসহ কুরুচিপূর্ণ বিভিন্ন পোস্টের স্ক্রিনশট দেওয়া হয়েছে।

আসামি করা হয়েছে সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নুরব হোসাইন ও আশফাক হোসাইন ইভানকে। এছাড়া অজ্ঞাতনামা একাধিকজন বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করছে এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করছে বলে তিনি এজাহারে জানিয়েছেন।

সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী বলেন, এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুর বলেন, ঢাবি শিক্ষক মোনামী আমাদের কাছে একটি মামলা দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৭৫ লিটার চোলাই মদসহ দুই পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নকল এলপি গ্যাসের সন্ধান, ২ গোডাউন সিলগালা