চট্টগ্রাম রেয়াজউদ্দিন বাজার থেকে আবু হেনা পিয়ারু (৪৫) নামে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী ঢাকায় একটি শো-রুমের ১৭ লাখ টাকার মোবাইল সেট চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা থেকে আসা অভিযান পরিচালনাকারী ডিএমপি গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসান গতকাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আবু হেনা ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউপির পূর্ব ধলই গ্রামের মৃত আহম্মদ কবিরের ছেলে। কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে একটি মোবাইল দোকানের (দোকান নং-১৫১৬) মালিক ।
তিনি আরও বলেন, গাজীপুরের টঙ্গি দক্ষিণ থানার একটি মামলায় (মামলা নং-৮, তাং- ১৮/৬/২০ইং) আসামি হিসেবে আবু হেনা পিয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে একটি মোবাইল শো-রুমে ১৭ লাখ টাকার মোবাইল সেট চুরির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল। এঘটনায় গ্রেপ্তার অন্যান্য আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযুক্ত আবু হেনা চুরি হওয়া মোবাইলগুলো ক্রয় করেছিল বলে জানায়। আমরা তাকে গ্রেপ্তারের সময় ওই সময় চুরি হওয়া একটি মোবাইল সেট উদ্ধার করেছি। বাকীগুলো উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে বলে জানান। এদিকে গ্রেপ্তারের পর গতকাল নিয়মানুযায়ী আবু হেনাকে মহানগর আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে আসামিকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।