ঢাকায় সড়কে আহতের ১২ দিন পর রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নাম রাহাত পারভেজ ওরফে রমজান (৩০)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের দীঘির পাড় ওয়াদুর পাড়া এলাকার মোহাম্মদ আলীর বড় ছেলে। একইদিন জোহরের নামাজের পর তার নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহতের খালাতো ভাই শাহেদুল ইসলাম ইফাক জানান, রমজান আলী ঢাকার বিমানবন্দর এলাকায় একটি গ্লাসের দোকান করতেন। গত ২৯ জুলাই গ্লাস সাপ্লাই দিতে গিয়েছিলেন তিনি। বিকাল ৪টার দিকে সড়ক পার হতে গিয়ে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১২দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি ইন্তেকাল করেন। নিহতের চাচাতো ভাই আতিক বিন ওসমান জানান, গত ঈদেও বেড়াতে গিয়ে কোদালা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন রমজান। সেই যাত্রায় বেঁচে ফিরলেও এবারের দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমাজারে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা