ঢাকায় মূল হোতাসহ দুই আসামি গ্রেপ্তার

কর্ণফুলীতে মা-ছেলে খুন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে আলোচিত মাছেলে খুনের মামলায় মূলহোতা মোসলেম উদ্দীনসহ এজাহারভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ির মৃত মো. আলীর পুত্র মো. মোসলেম উদ্দিন (৩৮) ও একই ইউনিয়নের দ্বীপকালার মোড়ল এলাকার কামালের বাড়ির জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)। দুইজনই মাছেলে খুনের মামলার এজাহারভুক্ত ২ নম্বর ও ৯ নম্বর আসামি। ঘটনার দিন চারজনসহ এ ঘটনায় এ পর্যন্ত ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএমপি বন্দর জোনের উপপুলিশ কমিশনারের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে এবং দ্রুত আদালতে পাঠানো হবে।

এর আগে গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ব্লকপাড়া ইসমত হাজির বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মাছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরই জ্যাঠাতো ভাইয়েরা। নিহতরা হলেন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমত হাজি বাড়ির তৈয়ব আহম্মদ সওদাগরের স্ত্রী হোসনেরা বেগম (৪৫) ও ছেলে পারভেজ উদ্দিন (২৩)। পরে গত ২৬ এপ্রিল বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, মাছেলে খুনের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির সমাবর্তন ৩ মে
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনার সমন্বিত ডাটা ব্যাংক নেই