ঢাকায় না গেয়েই চলে যেতে হবে পাকিস্তানি ব্যান্ড কাবিশকে!

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। বছরের শেষ পর্যায়ে এসে তাদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশনস। ঢাকায়ও এসেছেন ব্যান্ড কাবিশ। কিন্তু কনসার্টে অংশ না নিয়েই চলে যেতে হবে তাদের। কারণ ভেন্যু ছাড়া সব ধরনের আয়োজন প্রস্তুত ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কনসার্টের আয়োজক ভেন্যুর নিশ্চয়তা দিতে পারেনি। তাই পাকিস্তানি ব্যান্ড দলটিকে এবার গান না গেয়েই বাংলাদেশ ছাড়তে হবে। গণমাধ্যমকে আয়োজক সূত্রের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর বাংলানিউজের।‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছায় পাকিস্তানি ব্যান্ড কাবিশ। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন। বিমানবন্দর থেকে ব্যান্ডের একটি ছবি পোস্ট করেছিল প্রতিষ্ঠানটি। ঢাকার মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে গতকাল শুক্রবার বিকেল ৫টায় কনসার্টি হওয়ার কথা ছিল। কাবিশের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘মেঘদল’সহ আরও কয়েকজন শিল্পীরও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কনসার্টির অনুমতি দেওয়া হয়নি। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাবিশ। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় ব্যান্ডটি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহ নিশ্চয়ই ঠিক করেন কে সম্মান পাবে : দীপা খন্দকার
পরবর্তী নিবন্ধশরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র