ঢাকায় ট্রিপ্লেক্স, যুক্তরাষ্ট্রে বাড়িসহ ২০০ কোটি টাকার সম্পদ ফারইস্টের নজরুলের

দুদকের তথ্য

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

ঢাকার বারিধারায় ট্রিপ্লেক্সআর যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ লাখ ডলারের বাড়িসহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ২০০ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিপুল এ সম্পদের মধ্যে এর বাইরে গুলশান, বসুন্ধরা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় আরও অনেক সম্পত্তি থাকার কথা বলছে সংস্থাটি। দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব তথ্য পাওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দুদক। খবর বিডিনিউজের। এদিকে সোমবার নজরুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে পরে তার জবানবন্দি লিখে দিলেও শেষ মুহূর্তে তিনি সই করতে অস্বীকার করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধথুতু দিয়ে শুরু, আগুন লাগিয়ে শেষ
পরবর্তী নিবন্ধস্ট্রোক প্রতিরোধে সচেতনতা জোরদারের আহ্বান