ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেও এতদিন অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশের মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আর সে আসরের অতিথি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকালই অতিথিরা পৌঁছে গেছে বাংলাদেশে। ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ জানুয়ারি মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যদিও সেটি আন্তর্জাতিক কোন ম্যাচ নয়। প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সেদিন অতিথিরা। তবে অনেক প্রত্যাশার আসল লড়াইটা শুরু হবে ২০ জানুয়ারি। সেদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। যদিও গত অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেটে নামতে পারতো বাংলাদেশ। কিন্তু শ্রীলংকা সফরটি বাতিল হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হলো টাইগারদের জন্য। গতকাল রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবিয়ান ক্রিকেট দল। গতকাল ঢাকায় পা রেখেই সফরকারী দলটির ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে হয়েছে। দ্বিতীয় পরীক্ষাটি হবে তৃতীয় দিনে। তৃতীয়টি ষষ্ঠ অথবা সপ্তম দিনে। চতুর্থটি সিরিজের মাঝামাঝি। আর পঞ্চম ও শেষটি হবে দেশে ফেরার দুই দিন আগে। গতকাল ঢাকায় পৌছালেও সফরকারী দল অনুশীলন শুরু করতে পারবে চতুর্থ দিন থেকেই। চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত ভেন্যুতে এসে নিজেদের মধ্যে অনুশীলন সারতে পারবে। তবে সেটা একান্তই নিজেদের মধ্যে। বিসিবির কোভিড সতর্কতার অংশ হিসেবে এই সময়ে অনুশীলনে তারা কোনো নেট বোলার বা সাপোর্ট স্টাফ পাবে না। কেননা নেট বোলার ও সাপোর্ট স্টাফদেরও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যারা নেগেটিভ হবেন তারা অষ্টম দিন থেকে ক্যারিবিয়দের নেটে বোলিং করতে পারবেন। আগামী ১৪-১৭ জানুয়ারি চার দিনের প্রস্তুিিত শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে স্বাগতিকদের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তা করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধপানি সমস্যাকেই অগ্রাধিকার দেবেন মাহামুদুর রহমান