ঢাকাস্থ আনোয়ারা-কর্ণফুলী সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঢাকাস্থ আনোয়ারা-কর্ণফুলী সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল গত ১৯ এপ্রিল ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ব্রি. জে. (অব.) মো. আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু রঘুপতি সেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) শাহজাদা মহিউদ্দিন, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এ. টি. এম জাফরউল্লাহ চৌধুরী, সাবেক সভাপতি, আনোয়ারা-কর্ণফুলী সমিতি-ঢাকা। এতে সর্বসম্মতিক্রমে এ.কে.এম. জাহাঙ্গীর চৌধুরীকে সভাপতি, দেলোয়ারা কামালকে সি. সহ-সভাপতি, মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, মো. মোনায়েম খাঁনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও মো. মহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধইব্রাহিম চেয়ারম্যান নিঃস্বার্থভাবে মানুষকে সেবা দিয়ে গেছেন