ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

আজাদী ডেস্ক | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের ছয় জেলায় আঘাত হেনেছে এ বছরের প্রথম কালবৈশাখী। গতকাল শনিবার দুপুরের পর কালবৈশাখী আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় আঘাত হানে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়। ছিল ধুলোঝড়ও।
আবহাওয়া কার্যালয় থেকে বলা হয়েছে, ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।
বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। রোববার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চাই যৌথ প্রচেষ্টা : স্পিকার
পরবর্তী নিবন্ধমোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা