ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

দিল্লির অনুষ্ঠানে হাসিনার বক্তব্য

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য অনুষ্ঠান থেকে ‘উসকানির সুযোগ করে দেওয়ায়’ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করছে। খবর বিডিনিউজের।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজা নিয়ে পলাতক শেখ হাসিনাকে ২৩ জানুয়ারি দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্যের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক। সেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দলীয় অনুসারী ও সাধারণ মানুষকে সরাসরি উসকানি দিয়েছেন। দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা মেনে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাংলাদেশ সরকারের ধারাবাহিক অনুরোধে সাড়া না দিয়ে ভারত তার মাটি থেকে তাকে এ ধরনের উসকানিমূলক ঘোষণার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটা স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করছে।

শেখ হাসিনাকে এই সুযোগ করে দেওয়াকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের যে রীতি, তার বিপরীত এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সুস্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধডা. রবিউলের ছেলে রিয়াজ ‘জেলে আইসিইউ’তে উল্লেখ করে জামিন আবেদন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের নেতারাও বললেন বাণিজ্যিক রাজধানীর কথা