ঢাকায় হোটেলে বিআইডব্লিউটিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর লাশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্বাস উদ্দীনের (৫৫) মরদেহ ঢাকার একটি হোটেলের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে গত তিনদিন ধরে ওই হোটেলে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে হোটেলের ওয়াশরুমে স্ট্রোক করে তিনি মারা গেছেন। সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্বাস উদ্দীন গত ১৩ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনের নয়াপল্টনের হোটেল দ্য ক্যাপিটাল নামের আবাসিক হোটেলে উঠেন। তিনি হোটেলটির ৩০৪ নম্বর রুমে বসবাস করে ঢাকায় কাজ সারছিলেন। বুকিং এর সময় তিনি ১৬ জানুয়ারি দুপুরে হোটেল ছেড়ে দেবেন বললেও না ছাড়ায় তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে ফোনে না পাওয়ায় একসময় রুম পরীক্ষা করে দেখা যায় যে ভিতর থেকে রুমটি বন্ধ। পরে পুলিশকে খবর দেয়া হলে মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ দরোজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাথরুমের দরোজা ভেঙে ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দীনকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আব্বাছ উদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা এলাকায়। তার বাবার নাম আবদুল খালেক। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, আব্বাস উদ্দীন স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও পুলিশ সাংবাদিকদের জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেলেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী
পরবর্তী নিবন্ধএভাবে বললে তো বিচার ব্যবস্থা ভেঙে পড়বে : নুরকে হাই কোর্ট