ঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে সুন্নী জনতার বিক্ষোভ

মুরাদপুরে রাতে সড়ক অবরোধ, যানজট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

ঢাকায় আগামীকাল শনিবার সমাবেশ করার অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম নগরে বিক্ষোভ করেছে সুন্নী জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় নগরের মুরাদপুর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের কারণে মুরাদপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভরতরা জানান, আমাদেরকে সমাবেশের অনুমতি না দিলে আন্দোলন চলমান থাকবে। রাত ১১টায় সরেজমিনে দেখা মুরাদপুর এলাকায় জামেয়া মাদরাসার গেইটে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে মুরাদপুর মোড়ের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বন্ধ হয়ে যায় মুরাদপুরঅক্সিজেন সড়ক। এতে কয়েকশ মানুষকে সড়কে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া এক আলেম বলেন, সরকার কোনো কারণ ছাড়াই আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। আমদের সমাবেশ করার অধিকার আছে। আমাদের গণজোয়ারকে থামানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চট্টগ্রামের রাজপথ থেকে ঘোষণা দিতে চাই আমরা সরকারের এ ঘোষণা মানি না। ২৬ তারিখ আমরা ঢাকা যাব। আমরা ন্যায্য দাবি নিয়ে ঢাকা যাব। আমাদের দাবি না মানলে আমরা পুরো দেশে মাঠে নামবো। আরেকজন বলেন, আমাদের প্রথমে অনুমতি দিয়েছে এরপর আবার অনুমতি বাতিল করেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। সর্বশেষ রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুন্নী জনতা সড়কে অবস্থান করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে : খসরু
পরবর্তী নিবন্ধমডেল মেঘনার জামিন নাকচ