ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকার টঙ্গী ফ্লাইওভারের উপরে সড়ক পার হতে গেলে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মো. মুক্তার হোসেন (৪২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে। একইদিন রাত সাড়ে ১০টায় মুরাদনগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।পারিবারিক সুত্রে জানা যায়, মুক্তার চাকুরী সুবাদে ঢাকায় স্ত্রী–সন্তান নিয়ে থাকতেন। পাশাপাশি ব্যবসাও করতেন। ব্যবসায়িক কাজে তিনি নওগা গিয়ে বুধবার ভোরে বাসায় ফিরছিলেন।
ফেরার পথে তিনি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এলাকায় অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদুল ইসলাম জানান, বুধবার ভোরে টঙ্গী ফ্লাইওভারের উপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি মুক্তারকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।