ঢাকায় বিএনপি অফিসে রাতে ডিবির তল্লাশি, বোমা ও অস্ত্র উদ্ধারের দাবি

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার মাঝরাতের দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির এ অভিযানকালে ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে। খবর বিডিনিউজের।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, বিএনপি কার্যালয় থেকে শতাধিক ককটেল, পাঁচ শতাধিক লাঠিসোঁটা, সাতটি দেশিবিদেশি অস্ত্র, কয়েক বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

দেশের বিভন্ন স্থানে সংঘর্ষের পর মাঝরাতে বিএনপির অফিসে অভিযানে যান গোয়েন্দারা। অভিযানের পর অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপিসহ এর সহযোগী সংগঠনগুলোর উস্কানি রয়েছে। তারা মঙ্গলবার বিভিন্ন জায়গায় মিছিল করেছে, বাসে আগুন দিয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, অস্ত্র ও লাঠিসোটাঁ উদ্ধার করা হয়।

হারুনের ভাষ্য, ‘কোটা আন্দোলনে কেউ অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে সহায়তা করছে। আমরা এদের প্রত্যেককে চিহ্নিত করেছি। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী এই চক্র।’

পূর্ববর্তী নিবন্ধঢাকায় প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু