দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। গতকাল বুধবার দুপুর তার ঢাকায় পৌঁছার তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের প্রধান ইশরাত জাহান।
পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১০ সালে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর পররাষ্ট্র সচিব আমনা বালুচ নেতৃত্ব দেবেন পাকিস্তান প্রতিনিধি দলের। খবর বিডিনিউজের।
এফওসি শেষে পররাষ্ট্র সচিব আমনা বালুচ ফিরে যাওয়ার পর ২২ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। পাকিস্তানের উচ্চ পর্যায়ের দুই সফরের বিষয়ে এক প্রশ্নে সমপ্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা হবে এই সফরে।