ঢাকাকে হারিয়ে চট্টগ্রামের শিরোপা লাভ

চবি ব্যাচ ২৮ এর প্রীতি ফুটবল ম্যাচ

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২৮ এর দ্বিবার্ষিক সাধারণ সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। রাতে প্রীতি ফুটবল ম্যাচ চান্দগাঁওস্থ আহিয়ান স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে চট্টগ্রাম ওয়ারিয়র্স ১১১ গোলের বিশাল ব্যবধানে ঢাকা ক্লাসিককে পরাজিত করে শিরোপা পুনরুদ্ধার করে। চট্টগ্রাম ওয়ারিয়র্স দলে খেলেছেন: জিল্লুর, বাহাদুর (অধিনায়ক), জসিম, সাইফুল, রাসেদ, ওয়াসিং, মির্জা, কায়েস,জেবল,মাহতাব, সালাউদ্দিন, মুনির,মোহন,ইকবাল। টিম ম্যানেজার ছিলেন সাজু।

ঢাকা ক্লাসিক দলে খেলেছেন : রউফ, মারুফ (অধিনায়ক), ভুট্টো,মহসিন, ইকবাল, আউয়াল, বিপ্লব,পিন্টু,আজিজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২৮ এর দ্বিবার্ষিক সাধারণ সভায় বিগত কমিটির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রস্তাবিত নামগুলি নিয়ে ঢাকা অঞ্চল() ও চট্টগ্রাম অঞ্চল()’র সদস্যদের ১৫ জনকে নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে পদাধিকার বলে বিগত তিন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও অন্তর্ভুক্ত করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যগণ আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহমুদুল হাসান ভুট্টা (ঢাকা)কে। দুজন যুগ্মআহ্বায়ক: সোহাইল উদ দোজা (চট্টগ্রাম) এবং মো. সালাহউদ্দিন (চট্টগ্রাম)। সদস্যবৃন্দ হলেন : আইরিন সুলতানা (ঢাকা), রাশেদ চৌধুরী (চট্টগ্রাম), তৌহিদুল ইসলাম চৌধুরী (ঢাকা), জেবুল হোসেন (চট্টগ্রাম), রাজিব হোসেন রঞ্জিত (ঢাকা), কামরুল ইসলাম (চট্টগ্রাম), আবদুল আওয়াল, ইকবাল হোসেন, নুরুন্নবী ভূ্‌ঁঞা, বরকতুল আলম বিপ্লব, আবুল কালাম আজাদ ও মির্জা টিপু।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু
পরবর্তী নিবন্ধরংপুরকে হারিয়ে ফাইনালে আশা জিইয়ে রাখল খুলনা