ঢাকা নিউমার্কেট আবারও রণক্ষেত্র

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ২:৪০ অপরাহ্ণ

মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউমার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে চলমান সংঘর্ষের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিল। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা।

তবে এ বিষয়ে দোকানকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে এসেছে বাড়তি পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের দুই শতাধিক সদস্য উপস্থিত দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিরল প্রজাতির অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধ৩৯ নং ওয়ার্ড যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ