রাজধানী ঢাকার ধামরাই এলাকা থেকে পালিয়ে বিয়ে করতে এসে নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পড়েছে অপ্রাপ্তবয়স্ক ৬ কিশোর-কিশোরী। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাদের হেফাজতে নেয়। নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা আজাদীকে বিষয়টি জানিয়েছেন।
এসি নোবেল চাকমা বলেন, ৬ কিশোর কিশোরীর মধ্যে একজন ছাড়া সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। শুধু ওই একজনের বয়স ১৭ কি ১৮ হবে। তাদের সকলের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।’ তিনি বলেন, দুপুরে তারা চট্টগ্রাম এসে পৌছায়। এর মধ্যে আমরা খবর পেয়ে তাদের নিরাপদ হেফাজতে নিয়েছি। তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা চট্টগ্রাম আসছে। এসে পৌছালে তাদের হাতে ৬ কিশোর-কিশোরীকে হস্তান্তর করবো। এক প্রশ্নের জবাবে নোবেল চাকমা বলেন, এদের মধ্যে তিন জন কিশোরী আর তিন কিশোর। তিন জন তিন জনের প্রেমিক।