ঢাকা ও ঢাকার বাইরে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ

চট্টগ্রামে ৪ অক্টোবর মীরসরাইয়ে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে পৃথক স্থানে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ। নেতাকর্মীদের সজাগ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

চট্টগ্রামে সমাবেশ হবে মীরসরাইয়ে। আগামী ৪ অক্টোবর মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভাশেষে মাহবুবউল আলম হানিফ এমপি জানান, গণতন্ত্র রক্ষার নামে মিথ্যাচার করে জনগণকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় বিএনপি। নির্বাচন বানচাল করার জন্য অশুভ কার্মসূচিও দিচ্ছে তারা। আশা করছি বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নিবে। তবে নির্বাচনে অংশ না নিয়ে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ২টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে।

২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী সংগঠনের পক্ষ্য থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে দুপুর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মীরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই ব্যাপারে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজাদীকে বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ হবে। আমরা চাচ্ছি মীরসরাইয়ের মাঝামাঝি স্থানে সমাবেশটি করতে। সমাবেশে মোশাররফ ভাই (মীরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্যসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) সহ কেন্দ্র থেকেও নেতৃবৃন্দ আসবেন।

পূর্ববর্তী নিবন্ধগৃহবধূকে হত্যার ৬ দিন পর আদালতে মামলা
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী ১৬ ট্রেনে যুক্ত হবে লাগেজ ভ্যান