ঢাকা ও চট্টগ্রামে তিনটি কন্ডোমিনিয়াম নিয়ে সিপিডিএল-এর আয়োজন

গ্র্যান্ড কন্ডো কার্নিভাল

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

সিপিডিএল আয়োজন করেছে গ্র্যান্ড কন্ডো কার্নিভাল, হ্যাপি হোম, হ্যাপি লাইফস্টাইল। যা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম নগরীর লাভ লেইনের তিল্কা মন-আমুর প্রকল্প প্রাঙ্গণ এবং বনানীর সিপিডিএল ঢাকা অফিসে একযোগে চলছে।
ফারহান জেনিথ ২৪০, লাভ লেইনে নির্মীয়মাণ প্রকল্পটি হতে যাচ্ছে চট্টগ্রামের উচ্চতম রেসিডেন্সিয়াল কন্ডোমিনিয়াম। প্রখ্যাত স্থপতি নাহাজ খলিলের ডিজাইনকৃত ২৩ কাঠা ভূমির এই প্রকল্পটিতে প্রতি ফ্লোরে রয়েছে ১৯৫০, ২০৭৫ এবং ২৫১৫ বর্গফুটের মাত্র ৩টি ইউনিট। ২৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই কন্ডোমিনিয়ামটি চারপাশে অবারিত খোলামেলা সবুজ ল্যান্ডস্কেপিং নিয়ে পরিকল্পিত হচ্ছে। গ্রাহকদের হ্যাপি লাইফস্টাইল নিশ্চিত করতে প্রকল্পটি সাজানো হচ্ছে ডাবল হাইট এন্ট্রান্স, সেন্ট্রাল কনসিয়ার্জ, লাইব্রেরি লাউঞ্জ, বাচ্চাদের প্লে জোন, ইকুইপড ফিটনেস সেন্টার, ওয়াকওয়ে, মাল্টি-পারপাস হল, সুইমিংপুলসহ আরও অনেক কন্ডো ফ্যাসিলিটি নিয়ে।
ঢাকার নুরের চালায় ১০০ ফুট রোড সংলগ্ন, ৫২ কাঠা ভূমিতে নির্মীয়মান রুবিকন সিটি কন্ডোমিনিয়ামটি এমিটি, হারমোনি ও সেরেনিটি নামে ৩টি পৃথক টাওয়ারের সম্মিলনে পরিকল্পিত হয়েছে। এই কন্ডোমিনিয়ামটি ১১৩০ হতে ১৪৮০ বর্গফুটের ফ্ল্যাট নিয়ে পরিকল্পনা করা হয়েছে। কন্ডো ফ্যাসিলিটি হিসেবে এই প্রকল্পে থাকবে ব্যাডমিন্টন কোর্ট, ওয়াকওয়ে, রুফটপ বারবিকিউ জোন, আউটডোর প্লে এরিয়া, ইনডোর গেমস, ইকুইপড জিমনেশিয়াম, মাল্টি-পারপাস হলসহ আরও অন্যান্য কমিউনিটি ফ্যাসিলিটিজ।

পূর্ববর্তী নিবন্ধনতুন সম্প্রসারিত ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধলায়ন রূপম কিশোর বড়ুয়ার সাথে বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়