বলছিলাম চট্টগ্রামের নালা ও ড্রেন এর সংস্কার ব্যবস্থা নিয়ে। গত রবিবার চট্টগ্রাম উত্তর আগ্রাবাদে ছোট্ট ২ বছরের ইয়াসিন হয়তো একটু খেলতে বাসা থেকে বের হয়েছে। এই বের হওয়া যেন তার বাবা–মায়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নালায় পরে যাওয়ার ১৭ ঘণ্টা পর মিলেছে ছোট ইয়াসিনের লাশ। আর তারা বাবা–মা পড়েছেন সন্তানের শোকের ছায়ায়। এলাকার মানুষ বলছে দীর্ঘ সময় এই নালা গুলো পরিষ্কার না করা এবং নালার ওপর স্লাব না দেওয়ার কারণেই এমন দুর্ঘটনাগুলো নিত্য ঘটছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্তারা বলছেন মানুষের সচেতনতার অভাবে এরকম দুর্ঘটনাগুলো ঘটছে। আমার প্রশ্ন দুই বছরের ইয়াসিনকে কি সচেতনতা শিক্ষা দেওয়া যেতো? আরেকটি ঘটনা বলি আপনাদের নিশ্চয় মনে আছে চট্টগ্রাম মুরাদপুরের সবজি ব্যবসায়ী সালেহ আহমদের কথা। গত বছরের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান তিনি। তারপর দীর্ঘদিন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। এই ঘটনার একমাস যেতে না যেতেই গত বছরের ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঐদিন রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যান ঐ ছাত্রী। রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। চশমা কিনতে গিয়ে নালায় পড়ে প্রাণ দিয়েছেন সাদিয়া। যদিও সাদিয়ার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই দায় স্বীকার করেনি। উভয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, মেয়েটি অসাবধানতাবশত গার্ডারের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পা পিছলে নালায় পড়ে মারা যায় এবং এটিকে তারা দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্তে বলা হয়েছে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ফুটপাত সংস্কারের সময় নালার ওপরের অংশ সংস্কার করে অথবা নালাটির সম্মুখ অংশ সুরক্ষিত করে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাহলে আমরা কি এসব দুর্ঘটনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করতে পারি না। এভাবে একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে। তারপরও কেন কর্তৃপক্ষ এসব বিষয়গুলো নিয়ে পরিকল্পিত কাজ করছেন না।