ড্রেজার ডুবে নিখোঁজ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ২ শ্রমিকের খোঁজ মেলেনি

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

 

কক্সবাজারে ড্রেজার ডুবে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ দুই শ্রমিকের খোঁজ মেলেনি তিন দিনেও। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে ধলঘাটার হাসের চর এলাকায় সাগরে ঢেউয়ের কবলে পড়ে ড্রেজার দুটি ডুবে যায় বলে তারা জানতে পেরেছেন। নিখোঁজ দুই শ্রমিকের পরিবার থানায় জিডি করেছে। পুলিশ তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। খবর বিডিনিউজের।

নিখোঁজ শ্রমিকরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩) ও মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)। তারা মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘দ্য বেঙ্গল ইলেকট্রনিক’ নামে একটি সাবঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে সাজ্জাদ হোসেনের বাবা গিয়াস উদ্দিন জানিয়েছেন।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে হাডসন নামে একটি প্রতিষ্ঠান। হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, দ্য বেঙ্গল ইলেকট্রনিক বালু ভরাটের কাজ করছে। বুধবার কাজ শেষে পাঁচ শ্রমিক দুটি ড্রেজার নিয়ে পশ্চিমের চ্যানেল হয়ে কুহেলিয়া নদীতে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে ধলঘাটার হাঁসের চর সংলগ্ন সাগরে ঢেউয়ের কবলে পড়ে ড্রেজার দুটি ডুবে যায়। শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতরে একটি টাগবোটে ওঠেন। কিন্তু সাজ্জাদ ও রমজান নিখোঁজ থাকেন। তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই এলাকায়।.

পূর্ববর্তী নিবন্ধবোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪০তম পর্ব
পরবর্তী নিবন্ধপরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে