ড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

| শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষ্যে ড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গত ১০ অক্টোবর কেন্দ্রের নির্বাহী পরিচালক হাসান মোহাম্মদ হিরোর সভাপতিত্বে ফ্রি কাউন্সেলিং ও সেমিনারের আয়োজন করা হয়।

এইবারের প্রাতিপাদ্য বিষয় ছিল “কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সুরজিত রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট ঊষা মারমা। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোঃ নঈম উদ্দিন মুন্না (আসক্তি পেশাজীবী ও কাউন্সেলর)। প্রধান অতিথি বলেন, মানসিক ভাবে সুস্থ থাকতে দরকার একটি সুষ্ঠু কর্মপরিবেশ। তা না হলে মানুষের মধ্যে উদ্বেগ ও চাপ জনিত রোগ হতে পারে। এ কারনে অনেকে মাদকাসক্ত হয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ২০১৮২০১৯ সালে দেশে জরিপ চালায়। জরিপ অনুসারে, দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৮.৭ শতাংশ মানসিক রোগে ভুগছেন এবং ১৮ বছরের কম শিশুকিশোরদের মধ্যে ১২.৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সেমিনার শেষে কেন্দ্রে ফ্রি কাউন্সেলিং প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল আলম মুন্না, পরিচালক মোহাম্মদ মারুফ উদ্দিন, উপদেষ্টা সাইদ মোহাম্মদ ইমরান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানসির আহমেদ আলী আহসান মুজাহিদ, ফয়সাল চৌধুরী, আরিফ কবির, ফারদিন আদনান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ওয়াহিদুল আলম
পরবর্তী নিবন্ধমহেশখালীতে শহীদ তানভীরের পরিবার পেল বসতঘর উপহার