ড্র করে প্রথম পয়েন্ট পেল মুক্তিযোদ্ধা-কোয়ালিটি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব প্রথম পয়েন্ট অর্জন করেছে। নিজেদের প্রথম খেলায় তারা হার দিয়ে লিগ শুরু করেছিল। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দু’দলের খেলা গোলশূন্য ড্র হয়েছে। এর ফলে দুটি করে খেলা শেষে এই দু’দল ১ পয়েন্ট করে অর্জন করেছে। গতকাল খেলার প্রথমার্ধে কোয়ালিটি এবং দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধা প্রাধান্য বিস্তার করে। প্রথমার্ধের ১৭ মিনিটের সময় কোয়ালিটি প্রথম সুযোগ পায়। দলের আফরোজ আলী মুক্তিযোদ্ধার অফসাইড ট্র্যাপ ভেদ করে এগিয়ে যান। কিন্তু সামনে গোলকিপারকে পেয়েও তিনি তাকে পরাস্ত করতে পারেননি। ২৮ মিনিটে মুক্তিযোদ্ধার খোকন ভলি শট নেন। বল ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে কোয়ালিটি আবারো সুযোগ পায়। ডানদিক থেকে অধিনায়ক সজল আহমদের সেন্টার গোলমুখে পা লাগাতে ব্যর্থ হন দলের ছামিরউল্লাহ। ফলে একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় কোয়ালিটি। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের সময় মুক্তিযোদ্ধার ফাহিমউদ্দিন সোহেলের শট সাইড বার দিয়ে চলে যায়। অথচ কোয়ালিটি গোলকিপার ছিলেন পরাস্ত। দু’মিনিট বাদে আবারো আক্রমনে যায় মুক্তিযোদ্ধা। এবার অধিনায়ক নুরুল আবছার ক্রসবারের উপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন। ২৪ মিনিটে মুক্তিযোদ্ধার আক্রমনে নুরুল আবছার আচমকা হেড নেন। কিন্তু সামাল দেন কোয়ালিটি কিপার সাইফুল। এরপরে আর কোন উল্লেখযোগ্য আক্রমন রচনা করতে পারেনি দু’দলের খেলোয়াড়রা। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলের শাকের উল্লাহ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা পুলিশ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে। তবে কাল ৮ অক্টোবর থেকে প্রিমিয়ার লিগের খেলাগুলো বিকাল ৩.৩০ টা থেকে শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাট থানা ফুটবল দলের অনুশীলন ও জার্সি উদ্বোধন
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে নাসুম