যুক্তরাষ্ট্রে ব্রুকলীনে চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের বাসভবনে গত ৬ জুলাই চিটাগাং এসোসিয়েশনের নির্বাচন কমিশনার শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্রুকলিন ডিস্ট্রিক্ট-৩৯ এর ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত পদপ্রার্থী শাহানা হানিফকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার সৈয়দ মোর্শেদ রেজভী চৌধুরী ও নির্বাচন কমিশনার মাস্টার নাসির উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, শাহানা হানিফ ব্রুকলীন ডিস্ট্রিক্ট-৩৯ কাউন্সিল উইম্যান হিসেবে চূড়ান্তভাবে ৫৭ শতাংশ ভোট পেয়ে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক একটি ডেমোক্র্যাটিক স্টেট, ব্রুকলিন ডিস্ট্রিক্ট-৩৯ শাহানা হানিফ চূড়ান্তভাবে কাউন্সিল উমেন নির্বাচিত হয়েছেন। শাহানা হানিফ প্রথম বাঙালি মুসলিম নারী, ফটিকছড়ির সন্তান মোহাম্মদ হানিফের কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।