সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ; যা শুরু হওয়ার সূচি ঠিক করা হয়েছে আগামীকাল বুধবার। এরই মধ্যে এ মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত হাই কোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে ওই সময়ের আলোচিত সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ করবে হাই কোর্ট বলে তথ্য দিয়েছেন হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু। তিনি বলেন, অগ্রাধিকারভিত্তিতে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। খবর বিডিনিউজের।
গতকালের দৈনন্দিন কার্যতালিকাতেও ২০২০ সালে কঙবাজারের টেকনাফে সংঘটিত চাঞ্চল্যকর এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরুর তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৩ এপ্রিল–বুধবার সকাল সাড়ে ১০টা হতে মূলতবি/নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্স (১৪/২০২২) শুনানি অনুষ্ঠিত হবে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কঙবাজার–টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে। তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কঙবাজারে গিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের দায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কঙবাজারের বিচারিক আদালত। সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেয় আদালত।